পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাও পর্যন্ত দুই কিলোমিটার ক্ষতিগ্রস্ত চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুস্ঠিত হয়েছে।

গত ২৭ জুলাই পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারের রাস্তার দুইধারে দাড়িয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় বক্তব্য রাখেন, বিএনপির নেতা আজাহারুল ইসলা। টয়েল, গণ অধিকার পরিষদের জেলা আহবায়ক মাহফুজার রহমান, মানববন্ধনের আয়োজক আমিনুর রহমান,কমলাপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, কমলাপুর থেকে লাঙ্গলগাও পর্যন্ত দুই কিলোমিটার ক্ষতিগ্রস্থ রাস্তা দিয়ে নিয়মিত হাজার হাজার মানুষ চলাচল করে। এই রাস্তা দিয়ে মাতৃসদন হাসপাতাল ও বিদ্যালয়ে যেতে হয়। বর্ষার সময় এক হাডু জমে থাকায় চলাচল করা যায় না। এই ক্ষতিগ্রস্থ চলাচলের রাস্তাটি আগামী সাত দিনের মধ্যে সংস্কারের দাবি জানান।