রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে জুলাই বিপ্লবে গুলীবিদ্ধ শহীদ হাফেজ হাসানের জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রামগতি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম ও মোটরসাইকেল চালক জামায়াত কর্মী মোমিন আহত হন। উপজেলা চর পোড়াগাছা ইউনিয়নের কলাকোপা গ্রামের আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের কামাল পাশা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক হতে আসা একটি পিক-আপ মোটরসাইকেল কে চাপা দিলে পড়ে গিয়ে আহত হন তারা। এ গুরুতর আহত জামায়াত কর্মী মোমিনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত জামায়াত আমীর মাওলানা আবদুর রহিম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জামায়াত আমীর মাওলানা আবদুর রহিম জানান, সুবর্ণচর উপজেলার জাহাজ মারা গ্রামে জুলাই বিপ্লবে গুলীবিদ্ধ থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শহীদ হাফেজ হাসানের জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি সহ মোটরসাইকেল চালক মোমিন উল্লাহ আহত হন। তিনি আরো বলেন রামগতি চর গাজী ইউনিয়নে মৃত সেলিমের হাফেজ হাসান গত কয়েক বছর থেকে তার মাকে নিয়ে চট্টগ্রামে থাকেন, সেখানে হাসান গার্মেন্টস ফ্যাক্টোরিতে কাজ নেন। ২০২৪ শের জুলাই ছাত্র জনতার আন্দোলনের শরীক হন নগরীর টাইগার পাস এলাকায় পুলিশের ছোড়া গুলীতে মাথায় গুলীবিদ্ধ হন হাসাহ। দীর্ঘদিন বাংলাদেশে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় বিপ্লব পরবর্তী সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠান সেখানে চিকিৎসারত মৃত্যুর কাছে হার মানেন হাফেজ হাসান, ছেলের অনুপস্থিতিতে মা সুবর্ণচরের জাহাজ মারা গ্রামের পিতার বাড়িতে থাকতেন। হাফেজ হাসান মারা গেলে মায়ের অনুরোধে হাসান দেশে এনে হাসানের নানার বাড়িতে রবিবার সকাল ন’টায় জানাজা শেষে দাপন করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
রামগতিতে সড়ক দুর্ঘটনায় জামায়াত আমীরসহ আহত ২
লক্ষ্মীপুরের রামগতিতে জুলাই বিপ্লবে গুলীবিদ্ধ শহীদ হাফেজ হাসানের জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রামগতি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম ও মোটরসাইকেল চালক জামায়াত কর্মী মোমিন আহত হন।