যশোরে অবস্থিত ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ ও গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আহসান হাবিব ইমরোজ। বিশেষ অতিথি ছিলেন সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান আবু ফয়সাল ও সচিব গাউসুল আজম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. সাফায়েত হোসাইন। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডমিন মোস্তফা কামাল, পরিচালক রেজওয়ান আহমেদ, এম এ আর মশিউর, হাসানুজ্জামান, কুতুব উদ্দিনসহ অন্যান্য পরিচালকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ডিকশনারি,ক্যালেন্ডার ও ডায়েরি বিতরণ করা হয়। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, যা অনুষ্ঠানে এক আবেগঘন ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আহসান হাবিব ইমরোজ বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা শুধু জ্ঞানেই নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হবে। কোরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধের আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাই আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্য অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, আমরা এমন একটি জনগোষ্ঠী তৈরি করতে চাই, যারা মানুষ ও দেশের কল্যাণে কাজ করবে। শিক্ষার্থীদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. সাফায়েত হোসাইন বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৬ শিক্ষাবর্ষে আমরা আরও আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করব।

অভিভাবীকা রুনা লায়লা বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে সন্তানদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ রয়েছে। এখানে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ইসলামী শিক্ষা দেওয়া হয়, যা একজন আদর্শ মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের আন্তরিকতা ও নিয়মিত তত্ত্বাবধান আমাদের অভিভাবকদের আস্থাকে আরও দৃঢ় করেছে।

এ ছাড়া আরও এক অভিভাবক মিলন বিশ্বাস বলেন, এই প্রতিষ্ঠানে বই বিতরণ ও নতুন শিক্ষার্থীদের বরণ করার আয়োজন সত্যিই প্রশংসনীয়। সন্তানদের প্রতি শিক্ষকদের যত্ন ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা কার্যক্রম আমাদের মুগ্ধ করেছে। ভবিষ্যতে এখান থেকে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক তৈরি হবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস ও অভিভাবকদের সন্তোষ প্রকাশের মধ্য দিয়ে বই বিতরণ ও গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।