মোংলা সংবাদদাতা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামীম বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সংকুচিত গণতান্ত্রিক পরিবেশে বসবাস করেছে, যেখানে তারা প্রকৃত ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত ছিল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত বিভিন্ন স্তরে রাজনৈতিক প্রতীকের মাধ্যমে ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করার চেষ্টা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থা থেকে দেশ উত্তরণের পথে রয়েছে। সামনে যে জাতীয় নির্বাচন আসছে, সেখানে জনগণের দায়িত্ব সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে বেছে নেওয়া, যাতে দেশ আবার কোনো ধরনের একনায়কতন্ত্র বা কর্তৃত্ববাদী পরিবেশে ফিরে না যায়। এ জন্য প্রয়োজন নৈতিক মূল্যবোধসম্পন্ন দৃঢ় নেতৃত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেন আর কখনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী পরিস্থিতি ফিরে না আসে—সেই লক্ষ্য অর্জনে সচেতনতা ও দায়িত্বশীলতার প্রমাণ জাতি আগামী নির্বাচনে দেখতে পাবে। দেশের ভবিষ্যৎ সুরক্ষায় সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে মোংলার মিঠাখালীর খানজাহান হাটে শহিদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (রঃ) ট্রাস্টের চেয়ারম্যান জহির উদ্দিন বাবর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ এবং মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনুর সরদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।