মৌলভীবাজারে ১৫ জন গুনী ব্যক্তি’কে সম্মাননা প্রদান করা হয়েছে। শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানবীর হোসেন এর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী নাট্যকার শাহীন ইকবাল এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন ও জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী প্রমুখ। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, ২০২২ সালে মোহাম্মদ আকবর, সেলিম চৌধুরী, আবদাল মাহবুব কোরেশী, ওয়ালীউর রহমান ও দুর্গা প্রসাদ দোশায়ারা। ২০২৩ সালে মোস্তফা সেলিম, মো: দেলোয়ার হোসেন, প্রসাদ দাস, মো: তারেক ইকবাল চৌধুরী ও সিরাজুল ইসলাম তোলা। ২০২৪ সালে মুজিবুর রহমান মুজিব, ইন্দ্রজিৎ দেব, মো: আব্দুস সহীদ, মো: তাজুল ইসলাম ও নাদিরা আক্তার। অতিথিরা গুনী ব্যক্তিদের হাতে সম্মাননা, সনদ, উপহার ও নগদ অর্থ তোলেদেন।