বাগেরহাট সদরের পঁচা দিঘী থেকে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচা দিঘির পাড় এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের সামনে রাস্তার পাশে দিঘী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শ্রী সুমন্ত বিশ্বাস (৪৫)। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে। সুমন্ত পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার দশানি মোড়ে অবস্থিত জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফ উদ্দৌলা জুয়েলের বাসায় ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৩ অক্টোবর) দুপুর একটার দিকে সুমন্ত বিশ্বাস সদর উপজেলার বাদেকাড়াপাড়ার মো. রফিকুল ইসলাম রাসেলের বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। হঠাৎ কাজ শেষ না করেই তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা তার লাশ দীঘিতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।