বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, শ্রমিকরা যেখানে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই নির্যাতিত শ্রমিকদের দাবি দাওয়া যাতে মেনে নেয়া হয়। আল্লাহর রাসুল (সা.) যেভাবে শ্রমনীতি সাজিয়েছেন ঠিক সেভাবে যদি আমরা শ্রমনীতি সাজাতে পারি তাহলে শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই কাজ করে যাচ্ছে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার মাধ্যমে শ্রমিকের অধিকার ফিরিয়ে দিবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি বিশ^াস করি শ্রমিকরা রক্ত পানি করে গায়ের ঘাম ফেলে যে টাকা আয় করে তা হালাল। তাদের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো। আমি যখন শ্রমিকের সংস্পর্শে যাই তখন অনেকে হাত মিলাতে চায় না আমি তাদের বুকে নিয়ে নিই। আসো ভাই আমি তোমাকে একটু বুকে নিয়ে নিই। কারণ আল্লাহর রাসুল (সা.) বলেছেন শ্রমিকরা ৫০০ বছর আগে জান্নাতে চলে যাবে। তিনি আরও বলেন, শ্রমিকদের দুর্দশার প্রধান কারণ এই পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা। যতদিন এই শোষণমূলক ব্যবস্থা বহাল আছে, ততদিন শ্রমিকশ্রেণীকে বাঁচার জন্য লড়তে হবে। তিনি কাজের নিশ্চয়তা, ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক শ্রম আইনের লড়াইকে মালিকী ব্যবস্থা উচ্ছেদের লড়াইয়ে পরিণত করতে হবে।

গতকাল শনিবার বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর খালিশপুর অঞ্চলের উদ্যোগে খালিশপুর বিআইডিসি সড়কে অবস্থিত মহানগরী কার্যালয়ে রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুজ্জামানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, টিম সাদস্য আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে খুলনা মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বুলবুল কবির, খান আব্দুল ওয়াহেদ, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন নেতা শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, আনিসুর রহমান, নাসরুল্লাহ, মুহিব্বুর রসুল, সামিনুর রহমান, বদরুল রশিদ মিন্টু, আব্দুল বারী, বাকী বিল্লাহ, মুজাহিদুল ইসলাম বিপ্লব, আসাদুল্লাহিল গালিব, মাসুদুর রহমান, মনিরুল ইসলাম , এমদাদ, হেলাল, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।