১০ কোটি কেন ১০ হাজার কোটি টাকাতেও তাকে কেউ কিনতে পারবেন না বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কনফারেন্স হলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, গত মঙ্গলবার থেকে সিলেটের কয়েকটি অনলাইন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, সিলেট-১ আসনে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হলেও একই কারণে সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিকের মনোনয়নপত্র বাতিল করা হয়নি। এর কারণ হিসাবে ওইসব অনলাইন সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে বলা হয়েছে, ১০ কোটি টাকা খেয়ে ডিসি সারওয়ার আলম মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। যা মিথ্যা এবং বিভ্রান্তকর।

জেলা প্রশাসক দৃঢ়ভাবে বলেছেন, ১০ কোটি টকা কেন, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেউ কিনতে পারবেন না। বিষয়টি নিয়ে সিলেটজুড়ে চলছে তুমুল আলোচনা। এজন্যই জেলা প্রশাসক জরুরী মতবিনিময় করে এব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।