বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী বিভাগ আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে এই সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন। প্রধান অতিথি ছিলেন নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ। বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল। এ সময় এক প্রেস ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। রাজশাহী জেলার সম্ভাব্য প্রার্থীরা হলেন, রাজশাহী-২ হাফেজ মোহাম্মাদ উল্লাহ শাহীন, রাজশাহী-৩ মাওলানা গোলাম মোস্তফা, রাজশাহী-৪ মাওলানা ফেরদাউসুর রহমান, রাজশাহী-৫ মুফতি আবদুল হামিদ এবং রাজশাহী-৬ মাওলানা তোফায়েল আহমদ।
গ্রাম-গঞ্জ-শহর
রাজশাহীতে খেলাফত মজলিসের এমপি প্রার্থী ঘোষণা
বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী বিভাগ আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের