মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: অতিরিক্ত মুল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগ সহ এলপিজি সিলিন্ডার গ্যাসেরর বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে এক অভিযান পরিচালনা করেন নরসিংদীর মাধবদী বাজারে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা শাখার অফিসার মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযানে মাধবদী বাজারের শানাউল্লাহ ট্রেডার্স, আব্দুল্লাহ ট্রেডার্সের দুটি এলপিজি সিলিন্ডার বিক্রির দোকান ও বণিক রুটিঘর নামে একটি বেকারিকে সতর্ক ও আর্থিক জরিমানা করা হয়।
অভিযান শেষে মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, আমরা নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাসের সিলিন্ডার বিক্রির দায়ে দুটি সিলিন্ডার বিক্রির দোকান ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে একটি বেকারিকে আর্থিক জরিমানা করেছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযান কালে আরো উপস্থিত ছিলেন সিআরবি ঢাকা বিভাগীয় প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক, নরসিংদী জেলা ডিস্ট্রিক্ট এম্বাসিডর নগেন্দ্র নাথ বণিক, সিআরবি জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ।