দৈনিক সংগ্রামের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পত্রিকার জেনারেল ম্যানেজার আবুল হোসাইন চৌধুরী।
সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, সিলেট ব্যুরো ফটো সাংবাদিক ফয়ছল আহমদ, পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার আছহাবুর রহমান আফতাব।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের কয়েকটি প্রাচীনতম পত্রিকার মধ্যে দৈনিক সংগ্রাম অন্যতম। এই পত্রিকা তার জন্মলগ্ন থেকে দেশের দুর্যোগ মুহূর্তে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে; যা আজও অব্যাহত আছে। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সবেচেয়ে বেশি বাধার মুখে পড়েছে দৈনিক সংগ্রাম। পাঠকপ্রিয় এই পত্রিকাকে জনগণের দোড়গোরায় পৌঁছানের জন্য পত্রিকার সকল জেলা ও উপজেলা প্রতিনিধিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।