DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

আত্রাইয়ে প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।

উপজেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।

রোববার ২ মার্চ সকালে সাহেবগঞ্জস্থ উপজেলা পরিষদ মার্কেটের নিচতলায় মাংস, পেঁয়াজ, আলু, তেল, চিনি, ডাল, চাল ও তরমুজ ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ইতিপূর্বে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়। পবিত্র রমযান উপলক্ষে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং প্রান্তিক, অসহায় ও খেটে খাওয়া মানুষ যাতে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সে বিবেচনায় মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল স্যারের দিকনির্দেশনা মোতাবেক এ দোকান উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন, একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি গরুর মাংস কিনতে পারবেন। এসময় অসাধু ব্যবসায়ীরা যাতে অতিমুনাফা লাভের আশায় বাজারে সিন্ডিকেট তৈরী করতে না পারেন সে লক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রাখার ঘোষণা দিয়ে উপজেলার সর্বস্তরের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।