মহাখালী মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠন নির্বাচন প্রচারণা বেশ জমে উঠেছে। প্রায় ১ যুগ পর উৎসবমুখল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে প্রার্থী পরিচিতি প্রচারণা চলছে। দোকানে দোকানে গিয়ে পরিচিতি কার্ড, নির্বাচিত হলে দক্ষতার সাথে সমিতি পরিচালনার ভূমিকা রাখার অঙ্গীকার নিয়ে মোলাকাত করছেন প্রার্থীরা। হাসি মুখ আর হৃদ্যয়তা যেন তাদের স¤বল। হাত মিলানো সাথে মোলাকাত করতেও অনেকে দ্বিধা করছে না। অহমিকা আর দাম্ভিকতা যেন তারা ভুলে গেছে। সকলেই তাদের আপনজন, গনিষ্ঠ বন্ধু। ভোটাররা যাদের কথা গুরুত্ব দেন। তাদের দিয়েও অনুরোধ করতে ভুলে না। সকাল থেকে রাত পর্যন্ত এক এক করে প্রত্যেকই যেখানে যাকে পাওয়া যায় ‘সালাম ভাই, ভোটটা যেন পাই’ এই বলে স¤েবাধন করছে। অনেকে দল বেঁধেও জনসংযোগ করছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন- মো. গাফফার, মো. মফিজুল ইসলাম, মো. আবু তাহের, মো. শাহীন কাজী। নির্বাচন কমিশনার পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন সুষ্ঠু, শৃঙ্খলা ও আনন্দঘন পরিবেশ হবে। প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তারা শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার আশ^স্ত করেছেন।
প্রার্থীদের দক্ষতা ও নিষ্ঠার দিক দিয়ে কেহই কারও থেকে কম নয়। সকলেই নিজ নিজ বিজয়ের জন্য অটল। তবে পূর্বপর আচরণ ও সততার মানদন্ডের ভিত্তিতেই রায় দিবেন বলে অনেকে অভিব্যক্তি ব্যক্ত করেছেন। মোট ভোটার ২৮৭ জন। ১১টি পদ এবং ৫টি কার্যকরী সদস্য পদ নিয়ে ১৬টি পদের জন্য ৩৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দপ্তর ও প্রচার সম্পাদক প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. আবুল কালামকে নির্বাচিত ঘোষণা করা হয়। অন্যান্যরা হলেন সভাপতি পদে ২ জন মো. দেলোয়ার হোসেন, মো. মিজানুর রহমান; সিনিয়র সহ-সভাপতি ৩ জন মো. আবু তাহের, মো. হাবিবুর রহমান, মো. আবুল কালাম আজাদ কাশেম; সহ-সভাপতি ৪ জন মো. সারোয়ার খন্দকার, মো. ইব্রাহিম শেখ, মো. আমিনূল ইসলাম স্বপন, এম মনিরুল হক; সাধারণ সম্পাদক ৪ জন মো. নজরুল ইসলাম ফরিদ, মো. মোরশেদ আলম, মো. ছানোয়ার হোসেন, সবুজুল ইসলাম; সহকারী সাধারণ সম্পাদক ২ জন মো. আহম্মেদ, মো. নজরুল ইসলাম নজির, যুগ্ম সাধারণ সম্পাদক ২ জন মো. মাহবুবুর রহমান স্বপন, মো. মুক্তার হোসেন সরদার; সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন পাটোয়ারী মানিক, আলমগীর হোসেন সবুজ; অর্থ সম্পাদক ২ জন মো. বজলুল কবির শাহীন, মো. সাহাবউদ্দিন; বাণিজ্যিক সম্পাদক ২ জন মো. শাহজাহান মাস্টার, মো. সোহেল আহম্মেদ; ধর্ম-ক্রীড়া- সাংস্কৃতিক সম্পাদক ২ জন শাহ আমিরুল ইসলাম সিদ্দিকী, মো. সেলিম শিকদার এবং কার্যকরী সদস্য ৫টি পদের প্রার্থীরা হলেন আব্দুল হক, শাহাদাত হোসেন টিটু, রেজাউল করিম, ইমরান হোসেন, জামাল হোসেন, আহম্মদ হোসেন, রোবেল মিয়া, মো. ফারুক হোসেন, মো. রুবেল বেপারী, সৈয়দ হাবিবুর রহমান সোহেল, মো. মোহন। এদিকে নির্বাচন ঘিরে পুর এলাকা পোস্টার, ব্যানারে সাজ সাজ আনন্দে ভরপুর। মহাখালী বাস টার্মিনালের নিকটবর্তী হওয়ায় এ আঙ্গিনাটি থাকায় দূর-দুরান্তের যাত্রীদের দৃষ্টি কেড়ে নেয়। রঙ বেরঙের ছবি সম্মিলিত প্রচারণা যেন অনেক দিন হৃদয়পটে ভেসে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।