গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর এবং গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা একজন প্রভাবশালী মহিলা নেত্রীর বিএনপিতে যোগদান গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রোভারপল্লী এলাকায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদান প্রসঙ্গে অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম বলেন, তিনি আদর্শগতভাবে শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বিগত সরকারের সময়ে রাজনৈতিক হয়রানি, নির্যাতন এবং মামলার শঙ্কা থেকে আত্মরক্ষার প্রয়োজনে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি আবারও নিজের মূল আদর্শিক অবস্থানে ফিরে এসে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির নেতারা বলেন, মহিলা আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের নেত্রীর বিএনপিতে যোগদান প্রমাণ করে যে দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। আঞ্জুমানারা বেগমের এই যোগদান গাজীপুর মহানগরে বিএনপির সাংগঠনিক শক্তি ও নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।