কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : লাকসাম উপজেলা উম্মুল ক্বোরা দাখিল মাদরাসার জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সম্প্রতি লাকসাম উম্মুল ক্বোরা দাখিল মাদরাসার ২০২৫ সালের ৪৪ জন শিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৮ জন গোল্ডেন সহ মোট ১৬ জন জন জিপিএ ৫ এবং ২৮ জন এ গ্রেড প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। কাউসার হামিদ তার বক্তব্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার গুরুত্ব দিতে পরামর্শ দিয়ে বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। উম্মুল ক্বোরা দাখিল মাদরাসার ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে তিনি লাকসামের সকল মাদরাসায় শিক্ষার পরিবেশ সৃষ্টি করার তাগিদ দেন।

বিশ্রামাগার উদ্ধোধন

পঞ্চগড় সংবাদদাতা : দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নামে বিচার প্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচার প্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও দায়রা জজ ইমদাদুল হক এর সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ, পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি এম এ বারী, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব উল হোসেন।

সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন “ইব ঞযবৎব ভড়ৎ ইষড়ড়ফ”-এর তিন বছর পূর্তি উপলক্ষে ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল শহর হবিগঞ্জ রোডস্থ শাদি মহলের হলরুমে সংগঠনের সভাপতি মো. মাহদী রাশীদ এর সভাপতিত্বে এবং দেবরাজ দত্তের সঞ্চালনার শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাফি খান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক মো. ফজলুল হক, শ্রীমঙ্গল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ লোকমান হোসেন এবং দি নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত।

ছাত্রশিবিরের সংবর্ধনা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক মোজাফ্ফর হোসেন। প্রধান বক্তা ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী, মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন। এ উপলক্ষে শনিবার আটগ্রাস্ত ডলি রির্সোটে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা উত্তরের সভাপতি নাসিম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী, জেলা অফিস সম্পাদক মোশারফ হোসেন, জেলা মাদরাসা সম্পাদক নুর উদ্দিন মাহবুব।

পুরস্কার বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : “মোবাইল অপসংস্কৃতি রুখতে হবে, মুক্ত সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী এবং বাৎসরিক ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ।

সাদুল্ল্যাপুর ইউনিয়নে সূফি দরবার শরীফ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে অপসংস্কৃতি থেকে রক্ষা করতে চাই, তবে তাদের মধ্যে সংস্কৃতিচর্চার আগ্রহ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

নারী সমাবেশ

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে নারী সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র ম-ল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি এবং শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, জুলাই যোদ্ধা মোঃ এনামুল হক প্রমুখ।

কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

হরের ছায়াবীথি সড়কে শনিবার দিবাগত রাত ১১টার দিকে ভজন গুহ (৫৫) নামে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবির হাসান নামে এক যুবককে আটক করে পুলিশ তার বাড়ি থেকে একটি ছুরি উদ্ধার করেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক এগারোটার দিকে শহরের ছায়াবিথী সড়কের ভাড়াটিয়া কলা বিক্রেতা ভজন গুহ কে তার বাসার সামনের রাস্তার উপর গলা কেটে হত্যা করে কে বা কারা ফেলে রেখে যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে ঐ এলাকার হান্নান বিশ্বাস এর পুত্র নেশাগ্রস্থ আবির হাসান কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ । হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যাকা-ের মূল রহস্য উদঘাটন করা হবে, মামলার প্রস্তুতি চলছে।