বাংলাদেশ স্কাউটস ফেনী জেলার বিশেষ কাউন্সিল সভা গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস, জেলা স্কাউটস আহবায়ক কমিটির সদস্য ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ। আরো উপস্থিত ছিলেন,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।

পরে আগামী তিন বছরের জন্য ফেনী জেলা স্কাউটস এর পূর্নাঙ্গ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধু সম্পাদকের পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।অন্যান্য পদে একক প্রার্থী থাকায় তাঁরা নির্বাচিত হিসেবে গন্য হন। তাঁরা হলেন, সহ-সভাপতি একেএম আবদুর রহীম, সহ-সভাপতি মোঃ নুরুল আলম ও সহ-সভাপতি ফরিদুর রহমান ভূঁইয়া, কমিশনার একেএম ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র শীল, সম্পাদক মোঃ বেল্লাল হোসেন,যুগ্ম সম্পাদক শামীমা আক্তার লিজা।

নির্বাচন পরিচালনা করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফী উল্লাহ,সদস্য এডি ফরিদ উদ্দিন ও তম্ময় রায়।

উল্লেখ্য,পতিত স্বৈরাচার সকল প্রতিষ্ঠান ও সংগঠন যেভাবে ধ্বংস করে দিয়েছিল সেভাবে অরাজনৈতিক সেবা মূলক শিশু কিশোর সংগঠন বাংলাদেশ স্কাউটসকেও কুক্ষিগত করে দলীয় করনের মাধ্যমে এর ঐতিহ্য ধ্বংস করে ফেলতে চেষ্টা করেছিল।এক‌ই ভাবে ফেনী জেলা স্কাউটস এর কমিটি দখল করে নেয় স্কাউটের সাথে সম্পর্কহীন ব্যক্তিবর্গ।