বাংলাদেশ জামায়াতে ইসলামী সাটুরিয়া উপজেলার মহিলা বিভাগের উদ্যোগে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী অংশ নেয়।

শনিবার বিকেলে দরগ্রাম ইসলামিয়া ফাযিল মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালক ও মানিকগঞ্জ ৩নং (মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলার) আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন। এতে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একটি কল্যাণকর বাংলাদেশ গঠনের লক্ষে পরীক্ষিত সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক প্রার্থীদের পক্ষে ভাইদের পাশাপাশি বোনদেরকেও যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ ঢাকা (উঃ) অঞ্চল পরিচালিকা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজমুন নাহার নাজমা, ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালিকা সোনিয়া ফেরদৌসী ছন্দা, মানিকগঞ্জ জেলা মহিলা বিভাগ সেক্রেটারি নাজমুন নাহার সুমি। স্বাগত বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও মানিকগঞ্জ ৩ নং আসনের নির্বাচন পরিচালিকা বেগম খাদীজা। এতে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী মিসেস শিউলি বেগম। এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক মানিকগঞ্জ জেলা সভানেত্রী মিসেস শামসুন্নাহার।