ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গত দুই মাসে অবৈধভাবে পারাপারকালে নারী-শিশুসহ ৭২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, স্বর্ণ ও ভারতীয় পণ্য।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সীমান্তে নিয়মিত অভিযানে ৩ জন ভারতীয় নাগরিক, ৪ জন মানবপাচারকারী ও ৪ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৭২০ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৩০৪ জন ভারতে অবৈধভাবে প্রবেশ করে ফেরার সময় এবং ৪১৬ জন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক হয়। ফেরত আসা ৩০৪ জনের মধ্যে নারী ১০০ জন, পুরুষ ১০৫ জন ও শিশু ৯৯ জন। আর ভারতে যেতে চাওয়া ৪১৬ জনের মধ্যে রয়েছে ১৮০ নারী, ১২৯ পুরুষ ও ১১৭ শিশু।

বিজিবির অভিযানে জব্দ হওয়া মাদকের মধ্যে রয়েছে—১,৬৯৫ বোতল ফেনসিডিল, ১,১২৮ বোতল ভারতীয় মদ, ২ কেজি ২৭ গ্রাম হেরোইন, ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন, ১৪,৮৯৭ পিস ইয়াবা, ১০,৩৯০ পিস ভায়াগ্রা, ১৯ কেজি ৭১৬ গ্রাম গাঁজা এবং ১১টি স্বর্ণের বার (মোট ওজন ১ কেজি ৫২৭ গ্রাম)। এসবের বাজারমূল্য প্রায় ২ কোটি ১৩ লাখ টাকা।

এ ছাড়া জব্দ করা হয়েছে ভারতীয় ওষুধ ৪,৬৯৮ পিস, ১২৯ বক্স আতশবাজি, ২টি বাইসাইকেল, ৩টি মোটরসাইকেল, ৮৭টি চশমা এবং ভারতীয় ৫০০ রুপি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ পারাপার, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।