চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকত এলাকায় গত ২৩ মে রাতে ভয়াবহ গুলীর ঘটনা ঘটেছে। এতে কুখ্যাত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর এবং এক পথচারী গুলীবিদ্ধ হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে সৈকতের পশ্চিম পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রের দাবি, এ হামলার পেছনে রয়েছে আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীদের হাত। দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, গুলীবিদ্ধ অপর ব্যক্তি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক কর্মকর্তা, যিনি ওই সময় সৈকতে ঘুরতে গিয়েছিলেন।

মৌলভীবাজার : মৌলভীবাজারে তিনটি ঔষধ কোম্পানির ডিপোতে ডাকাতির ঘটনায় ঐ চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আদালতে সোপর্দ করলে ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে মূল হোতা শামীম আহমেদ (৪৫)। থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মৌলভীবাজারের একমি ওষুধ কোম্পানির ডিপোতে প্রথমে ৪৮ হাজার টাকা। এরপরে ২৩ ফেব্রুয়ারি বেক্সিমকো কোম্পানির ডিপো থেকে ৬৮ লাখ এবং সবশেষ ১০ মে ওরিয়ন কোম্পানির ডিপো থেকে ০৮ লাখ টাকা লুটের ঘটনা ঘটে।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে লেগুনা পরিবহনের পুলিশের নাম করে চাঁদাবাজি করছে একটি চক্র।

জানা গেছে, ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ লেগুনা পরিবহন। রোড পারমিট, ফিটনেস ও রেজিষ্ট্রেশন বিহীন লেগুনা পরিবহন অবাধে মহাসড়কে চলাচল করলে ও হাইওয়ে পুলিশের কোন ব্যাথা নেই। অভিযোগ উঠেছে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে লেগুনা পরিবহন থেকে পুলিশের নামে প্রতিটি লেগুনা থেকে ১৫ শত টাকা করে মোট ৭ লাখ টাকা চাঁদা আদায় করে।

এ দিকে চাঁদাবাজ চক্রটি সাভার ও গোলড়া হাইওয়ে পুলিশকে ম্যানেজ করায় অবৈধ লেগুনা পরিবহন গুলোর বিরুদ্ধে আইনি কোন পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। অবৈধ লেগুনা পরিবহনে চাঁদা আদায় করা হচ্ছে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে, জয়পুরা বাসষ্ঠ্যান্ড, কাওয়ালীপাড়া বাসষ্ট্যান্ড ও কালামপুর বাসস্ট্যান্ডে।

এ ব্যাপারে সাভার হাইওয়ে পুলিশের অফিসার্স ইনচার্জ ওসি সাওগাতুল আলমের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছোট ভাইয়ের আঘাতে আরেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত ২৪ মে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ষাটদোনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ মামুন (৫৪) এর লাশ উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ।

যশোর : যশোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মনিহার ফলপট্টিতে ঘটে গেল এক বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা। পালিত ছেলের নির্মম নির্যাতনে প্রাণ হারালেন সুলতানা খালেদা সিদ্দিকা রুমি (৬০) নামে এক নারী। নিহতের পালিত ছেলে শেখ শামস বিন শাহজাহান (১৯) কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মে রাত আনুমানিক ২টা থেকে দুপুর ৩টা ৩০ মিনিটের মধ্যে যে কোনো সময় মাদকাসক্ত শেখ শামস তার পালিত মাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহতের বাসার নিচে ভাড়াটিয়া ইমরান (২৫) জানায়, রাতে তারা চিৎকার ও বাকবিত-ার শব্দ পান। পরে দুপুর ৩টার দিকে ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানালে, দ্রুত কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এদিকে যশোর সদর উপজেলার চুড়মনকাঠি হাইওয়ে রাস্তার পাশে সেলিম রেজা (৪৫) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সেলিম রেজা সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ২৫ মে ভোর সাড়ে ৬টার দিকে হাইওয়ে রাস্তার পাশে সেলিম রেজার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম রেজা ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কী কারণে বা কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর ধারণা, ছিনতাই কিংবা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

নীলফামারী : নীলফামারীর ডোমারে ছাত্রলীগের সাবেক সভাপতি ও পতিত স্বৈরাচারের দোসর কর্তৃক ডোমার উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল হক কে ফেসবুক ও ম্যাসেঞ্জারে হত্যার হুমকি দিয়েছে। হুমকির পরে বিএনপি নেতা থানায় সাধারণ ডায়েরী করলেও ওসি’র পক্ষ হতে কোন মামলা বা একটি সাধারণ ডায়েরীও করা হয়নি। এ নিয়ে জেলায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে।

দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দি উপজেলার উত্তর সেন্দী গ্রামে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শামীম সরকার (৩১) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মাদক ব্যবসায়ী শামীম সরকার পৌরসভার উত্তর সেন্দী গ্রামের আব্দুল হক সরকারের ছেলে। এসময় শামীম সরকারের বাড়ী থেকে ৮ শত পিছ ইয়াবা, ১ শত ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নরসিংদী : নরসিংদীতে মাদক নিয়ে বাকবিতন্ডে শুভ মিয়া (২০) নামে একজনকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী এর পুলিশ সুপার এস.এম মোস্তাইন হোসেন। নিহত শুভ সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলো- শেখেরচর মোল্লাপাড়া এলাকার জাকির হেসেনের ছেলে হাবিবুর রহমান (২৪), একই উপজেলার কুড়েরপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কবির হোসেন (২১) এবং পলাশ উপজেলার কুমারটেক এলাকার জালাল মিয়ার ছেলে আহম্মাদ নাঈম (২৪)। তারা প্রত্যেকেই একে অপরকে বন্ধু ছিলো এবং একসাথে মাদক সেবন করতো।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি মিনি অবৈধ পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত ২৫ মে দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের পাগলারহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।