রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ সিয়াম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর একটি দল তাকে আটক করে। গ্রেপ্তার সিয়াম একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। সোমবার সকালে র‌্যাব-৫ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা চরাঞ্চল থেকে হেরোইনের চালান এনে বাড়িতে মজুত করতেন। এরপর সেগুলো বিভিন্ন এলাকায় পাইকারি সরবরাহ করতেন। তার গতিবিধি বেশ কিছুদিন ধরে নজরদারিতে ছিল। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, র‌্যাবের অভিযানের আগের দিনও সিয়াম পদ্মার চর এলাকা থেকে হেরোইনের একটি চালান সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান এবং উপস্থিত সাক্ষীদের সামনে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করেন। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।