স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগরে থাকা তাদের দুটি ফ্ল্যাট ও একটি প্লটসহ প্রায় ৭০ শতক জমি ক্রোক করার আদেশও এসেছে। গত রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।

দুদকর জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ৩৪টি ব্যাংক হিসাবের মধ্যে মজিবুর রহমানের ২৪টি; বাকি ১০টি তার স্ত্রীর। দুদক এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পাশাপাশি তাদের ফ্ল্যাট, প্লট ও জমি ক্রোক করার আবেদন জানায়। ৩৪টি ব্যাংক হিসাবে এক কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা থাকার তথ্য দিয়েছেন দুদকের কর্মকর্তারা। ক্রোক হওয়া সম্পদের মধ্যে মিরপুরের মাটিকাটার মজিবুর রহমানের ৪ হাজার ৫০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। নারায়ণগঞ্জে রূপগঞ্জে একটি প্লট এবং মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের জমিও রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ঢাকার সাহারা এলাকার একটি ফ্ল্যাট এবং বাউনিয়া এলাকার জমি। দুদকের পক্ষে আবেদন করেন উপপরিচালক সিরাজুল হক। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক নিরাপত্তাপ্রধান এবং ক্ষমতার পালাবদলের পর চাকরি খোয়ানো শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে মজিবুর রহমান অন্যতম। গত সপ্তাহে মজিবুর ও তার স্ত্রীর নামে দুটি ফ্ল্যাট ও ১০টি প্লটসহ দুটি বাড়ির খোঁজ পাওয়ার দাবি জানায় দুদক।

গত বছর ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস পর লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার আগে লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি ছিলেন। তিনি এক সময় এসএসএফের মহাপরিচালক ছিলেন, যেটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিষয়াদি দেখভাল করে। আর্টডকে দায়িত্ব পাওয়ার আগে লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান ছিলেন সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি)।

হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করে আলোচনায় আসা এই সেনা কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন। পরে তাকে এসএসএফের মহাপরিচালক করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি।