আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, "যদি কেউ মিথ্যার ওপর গবেষণা করতে চায়, তবে শেখ হাসিনার কাছ থেকে তা শেখা উচিত। তিনি বিশ্বব্যাপী স্বৈরশাসকদের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তি।"

রবিবার ( ৩ আগস্ট) সকালে আদালতে এক সূচনা বক্তব্যে তিনি বলেন, "ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশের স্বার্থে, এই স্বৈরতন্ত্র ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।"

তিনি আরও বলেন, "আমরা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ নই, আমরা ন্যায়বিচার চাই। বিচার হবে সবার জন্য, এটি কোনো পক্ষের বিরুদ্ধে নয়। দেশের মানুষের আশা পূরণে আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।"

বিগত শাসনামলে গুম, খুন, অর্থপাচার, চাঁদাবাজিসহ নানা অনিয়মের রাজনীতি চর্চা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতির বিরুদ্ধেই বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন গড়ে ওঠে বলেও উল্লেখ করেন।

প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, "এই বিচার পূর্বের কোনো প্রতিশোধ নয়, বরং এটি সুষ্ঠু বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা। কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযুক্ত ব্যক্তি যদি আদালতে উপস্থিত না থাকেন, তবুও ন্যায়বিচারের পথ রুদ্ধ হবে না।"