চুয়াডাঙ্গার দর্শনায় ভোক্তা অধিকারের অভিযানে এক ওষুধ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। গত সোমবার দর্শনা বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ড্রাগ সুপারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরের জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন রাবেয়া ফার্মেসী স্বত্বাধিকারী মোঃ শহিদুল ইসলাম মিন্টু তিনি পিতার অবর্তমানে জন্ডিস চিকিৎসা প্রদান করছেন। এ চিকিৎসা প্রদানে রক্ত পরিক্ষার রিপোর্টে রেফার্ড টু (মান্দার,অফ,সন্স) এবং টাকার রশিদে ডাঃ মোঃ শহিদুল ইসলাম মিন্টু
লেখাসহ বিভিন্ন অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে জরিমানার টাকা পরিশোধ করেন ফার্মেসীর স্বত্বাধিকারী মোঃ শহিদুল ইসলাম মিন্টু। এসসয় রাবেয়া ফার্মেসীর ড্রাগ লাইসেন্সের মুল কপি নিয়ে যান চুয়াডাঙ্গা জেলা ড্রাগ সুপার তাহমিদ জামিল।