ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ তাদের স্বার্থসংশ্লিষ্ট আরও ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী, ৩১টি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা। দুর্নীতির দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
এর আগে ১১ মার্চ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ তাদের স্বার্থসংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। একইসঙ্গে হাসিনাসহ পরিবারের সাত জনের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।
নানা কলা-কৌশলে টানা সাড়ে ১৫ বছর ক্ষমতা ধরে রাখা শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। পরে তিনি তার বোন শেখ রেহানাসহ ভারতে পালিয়ে যান। তাদের পরিবারের অন্য সদস্যরা আগে থেকেই দেশের বাইরে রয়েছেন।
এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের ভয়াবহ রূপ সামনে আসতে শুরু করে। ইতোমধ্যে তার বিরুদ্ধে গণহত্যাসহ দুই শতাধিক মামলা হয়েছে। এছাড়া হাসিনা পরিবারের ভয়াবহ দুর্নীতি ও দুঃশাসনের চিত্র প্রতিদিনই সামনে আসছে।