জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী আনোয়ার হোসেন পাটোওয়ারী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে।
সোমবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।
এর আগে তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর এ আবেদন করে সিআইডি। তারও আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তুরিন আফরোজকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদন আমলে নিয়ে আদালত তুরিন আফরোজের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য এই দিন ঠিক করেন।
এদিন সাকলে শুনানি করতে তুরিন আফরোজকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি নিয়ে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ , গত বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ অগাস্টে মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোওয়ারী। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করে নিহতের বাবা আল আমিন পাটোয়ারী।
যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলা হয়। মামলা চলাকালে ওয়াহিদুল হকের সঙ্গে গোপন বৈঠকের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিনকে অপসারণ করা হয়।
চলতি বছরের ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। এরপর ৮ এপ্রিল শিক্ষার্থী আব্দুল জব্বার হত্যাচেষ্টা মামলায় তুরনিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।