দীর্ঘ ১৩ বছর জেল জুলুম নির্যাতন ভোগ করে রাষ্ট্রদ্রোহিতার মামলা থেকে বেকসুর খালাস পেলেন এক শিক্ষক। তিনি হলেন সুনামগঞ্জ সরকারী শতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল আ’লা মোঃ মওদুদ। গত ৩১ আগস্ট দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ জসিম উদ্দিন, জনাকীর্ণ আদালতে প্রদত্ত রায়ে তাঁকে বেকসুর খালাস প্রদান করেন। সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষক বর্তমানে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, ২০১২ সালের ১৫ আগস্ট বাদ আছর সুনামগঞ্জ সরকারী এসসি বালিকা বিদ্যালয়ে সুনামগঞ্জের কতিপয় বাম নেতাদের নির্দেশে তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও রাসেলের নেতৃত্বে সংঘবদ্ধ একটি আওয়ামী-ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী অতর্কিত পরিকল্পিত হামলা করে শিক্ষক আবুল আ’লা মোঃ মওদুদ এর উপর। এসময় তাকে স্কুল ক্যাম্পাসে বেদম মারপিট করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে ফজলে রাব্বী স্মরনকে বাদী করে রাষ্ট্রদ্রোহী আইনের ১২৪ (ক) ধারায় সুনামগঞ্জ সদর মডেল থানায় ননজিআর ১৩২/২০১২ (সদর) দায়ের করে পুলিশ। হামলার কবল থেকে উদ্ধার করা শিক্ষককে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে চিকিৎসা শেষে ছেড়ে দেয়ার সিদ্বান্ত নিলেও স্থানীয় বামপন্থী নেতাদের চাপে নিরীহ ঐ শিক্ষককে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয় বলে অভিযোগ করেন আবু আলা মওদুদ।
ধর্মপরায়ন ওই শিক্ষক তার লেখনীতে ভারত বিরোধী কথাবার্তা বলায় আওয়ামী ফ্যাসিবাদের রোষানলের শিকার হন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মাসুক আলম। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, এডভোকেট নিরঞ্জন দাস,এডভোকেট সাজ্জাদুর রহমান, এডভোকেট শহীদুল হক প্রমুখ।