২০২৩ সালের ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, কারচুপি ও দুর্নীতির অভিযোগ এনে করা মামলার শুনানি ৮ জুলাই ধার্য করেছেন আদালত। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল গত ১৮ এপ্রিল খুলনার প্রথম যুগ্ম আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২৯ মে) বিচারক খোরশেদ আলমের আদালত আগামী ৮ জুলাই মামলার শুনানির দিন ধার্য করেছেন।

মামলার আইনজীবী এডভোকেট আজমল হোসেন ও এডভোকেট কামাল হোসেন জানান, নির্বাচনী ট্রাইব্যুনাল ২৮ মে শুনানির দিন ধার্য করলেও সেদিন বিস্তারিত আলোচনা শুনে আদেশ জারি না করে একদিন পর ২৯ মে বিচারক খোরশেদ আলমের আদালত আগামী ৮ জুলাই শুনানির দিন ধার্য করেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নেতারা এক বিবৃতিতে বলেন, আগামী ৮ জুলাই নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আদালত ন্যায়বিচার দেবেন বলে আমাদের আশ্বাস ছিল। কিন্তু আমাদের কাছে মনে হয়, এটি একটি ষড়যন্ত্র, আমরা কোনভাবেই এই ষড়যন্ত্র হতে দেব না। প্রয়োজন বোধে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। বিবৃতিদাতা নেতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।