DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

আদালত

রায়পুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ প্রতিষ্ঠানের জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে রমযান মাসে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকালে ভেজাল খাদ্য,

Printed Edition
Default Image - DS

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে রমযান মাসে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকালে ভেজাল খাদ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়। এসময় আসন্ন মাহে রমযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার বিষয়ে বিভিন্ন দোকান মালিকদের সূর্ক করা হয়।

রায়পুর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন রায়পুর থানার পুলিশ দল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান বলেন, অভিযান অব্যাহত আছে। ব্যবসায়ীরা নিত্য পণ্য বিক্রয়ে ভোক্তাদের ক্ষতির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের সেবামূলক চিন্তা ও সূতার মাধ্যমে ব্যবসা করার আহ্বান জানান তিনি।