ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও জেলার রুহিয়াতে মাদ্রাসার ৯ বছর বয়সী ছাত্রী ধর্ষণের ঘটনায় র‌্যাবের যৌথ অভিযানে পলাতক আসামি মাদ্রাসার পরিচালক মোঃ আবু তালেব টঙ্গী থেকে গ্রেফতার হয়েছে। জানা যায়, বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার অনুযায়ী, ৯ বছর বয়সী শিশুটি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। সম্প্রতি রাতের খাবারের পর সে অন্যান্য ছাত্রীদের সাথে শ্রেণিকক্ষে ঘুমিয়ে ছিল। অভিযুক্ত মাদ্রাসার পরিচালক মোঃ আবু তালেব রাত ১২টার দিকে ভিকটিমকে ঘুম থেকে তুলে শ্রেণিকক্ষের বাইরে মাদ্রাসার রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর, ভিকটিমের মা রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ০৪/২৫ এবং তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫; উল্লেখ্য, মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় করা হয়েছে।

এই চাঞ্চল্যকর ঘটনার ফলে এলাকার মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং এটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে র‌্যাব বিষয়টির তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের দিকে নজর দেয়।

ঘটনার পর থেকেই আসামি ধরা পড়ার হাত থেকে বাঁচার জন্য আত্মগোপনে চলে যায়। আসামিকে গ্রেফতার করতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এর ফলস্বরূপ, র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা এর যৌথ অভিযান চালায় এবং মোঃ আবু তালেব (৩৭), পিতা-মৃত দরবার আলী, সাং-ফেলানপুর, থানার- রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও’কে ২০ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় আলবারাকা বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।