রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৫ আগস্ট হামলার আসামী আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল পর্যন্ত আরএমপি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকা- ও অন্যান্য অপরাধের অভিযোগে চারজন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামি মো: তৌহিদুল ইসলাম কালু (৪৮), মো: সানোয়ার হোসেন ওরফে সুমন (২৮), মো: সাগর ইসলাম (৩৫) ও মো: মাজহারুল ইসলাম আশিক (২২) ।
আইন ও আদালত
রাজশাহীতে ৫ আগস্ট হামলার আসামী ৪ জন আ’লীগার গ্রেফতার
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৫ আগস্ট হামলার আসামী আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।