গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সাত হাজার পাঁচশত কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে। সোমবার (৪ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান বাদী হয়ে গাজীপুর দুর্নীতি দমন কার্যালয়ে বেলা ৪টায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ২৭ জুন থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে নগর ভবনসহ গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিল প্রস্তুত, মাষ্টার রোল কর্মী নিয়োগ, ভুয়া সভা, অনুদান, আপ্যায়ন, ইজারা খাতসহ বহু খাতে প্রকৃত কোনো কাজ না করেই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। এ অর্থ সরকারি উন্নয়ন তহবিল ও কর্পোরেশনের রাজস্ব খাত থেকে কৌশলে তুলে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।