চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।
গতকাল রোববার সকালে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১৪ নম্বর রোডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সালমা আক্তার (৩৮)। তিনি চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। জসিম উদ্দিন আগে চান্দগাঁও বাস টার্মিনালের সামনে স্বাধীনতা পার্কের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করছেন। নিহত সালমা আক্তারের বাবার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে জসিম উদ্দিন ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীকে আঘাত করেন। এতে গুরুতর আহত সালমা আক্তারকে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। হত্যাকা-ে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।