বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এর আগে, গত সোমবার (২১ এপ্রিল) রুল চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। আদালতে তার পক্ষে শুনানি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রিট আবেদনে বলা হয়, পুলিশ প্রশাসন যখন রাজনৈতিক বা সাংবিধানিক অধিকারের চর্চাকে দমন করতে ব্যবহৃত হয়, তখন এমন সার্কুলার কার্যত গ্রেফতার থেকে রক্ষা পাওয়ার সুযোগ করে দিতে পারে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে, যা আইনের শাসনের সঙ্গে সাংঘর্ষিক।
ডিএমপির আলোচিত ওই আদেশটি জারি করা হয়েছিল ৯ এপ্রিল। সেখানে উল্লেখ করা হয়—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যেসব মামলা রুজু হয়েছে, সেগুলোতে এজাহারনামীয় কিংবা তদন্তে পাওয়া আসামিদের গ্রেফতারের আগে সংশ্লিষ্টতা প্রমাণ করে উপযুক্ত তথ্য (যেমন, ভিকটিম বা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, ভিডিও বা অডিও ফুটেজ, স্থিরচিত্র, কললিস্ট ইত্যাদি) জমা দিয়ে অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।