বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, কিছু বাচ্ছা ছেলে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ওদেরকে চিনি না। শুনেছি তারা একটি ছাত্র সংগঠনের। ওরা বলছে, ফজলু পাগলাকে গ্রেফতার করো। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে ল’রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সাংবাদিব সম্মেনে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, সম্প্রতি জুলাই আগস্ট নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেলেন ফজলুর রহমান। যার ফলে দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। প্রথমে ২৪ ঘন্টা সময় দেয়া হলেও গতকাল সেটি আরও ২৪ বাড়ানো হয়েছে।

ফজলুর রহমান বলেন, দেশে-বিদেশী অবস্থানরত একটি চক্র আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিড়ায় ভাড়া বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে। আমি দেশকে ভালোবাসি, মুক্তিযুদ্ধকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমি এদেশের একজন মানুষ আমার অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস একোর্ডিং টু দা কনস্টিটিউশন অব বাংলাদেশ।

তিনি বলেন, আমি নাকী ফজলু পাগলা। আচ্ছা ঠিক আমি পাগলই হইলাম। আমি এখন পাগলের ভূমিকায় অবতীর্ণ হয়েছি সেটা আমার কথা না। এই ছেলে-পেলেরা আমাকে পাগলা বলছে, সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আমাকে মারতে চায়।

এরকম পরিস্থিতিতে আপনি দল থেকে সহযোগিতা পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দল তো সাপোর্ট করবেই। করবে না কেনো? আমি যে হুমকির মধ্যে পড়েছি সেটা অবশ্যই আমি আমার দলকে জানাব। জানাবো না কেনো?

আইনগত ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো হত্যা মামলা করব না, আমি কোনো জিডি-টিডি কিছুই করব না।কারণ দশানোর নোটিশ প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, রোববার রাতে আমি চিঠি পেয়েছি। ওই চিঠিতে দেখলাম আমার নামে দল আমার কিছু কর্মকা- এবং কথাবার্তার জন্য সোকজ নোটিশ করেছে। উত্তর দেওয়ার জন্য বলেছে। এইটা খুবই একটা স্বাভাবিক ঘটনা। নির্দিষ্টভাবে আমি বলতে চাই, আমি কারন দশানো নোটিশের উত্তর দলকে দিব। দল যা জানতে চায় তাও আমি বলব এবং তারপরে দল আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে। এখন পর্যন্ত আমি দলের মধ্যেই আছি। এখন পর্যন্ত আমি চেয়ারপার্সনের উপদেষ্টা। আমি বিএনপির লোক।

আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে, আপনি ৫ আগস্ট অভ্যুত্থানকে নিতে পারছেন না, বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, এই বিষয়টি আপনি কী বলবেন? জবাবে ফজলুর রহমান বলেন, তারা বলুক.... তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমার বিরুদ্ধে মামলা করুক, আমার বিরুদ্ধে মিছিল করুক, জুতা মারুক কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে স্লোগান দিবে এটা হবে কেন? ওদের অভিযোগের কী সত্যতা আছে জানতে চাইলে তিনি বলেন, এসবের উত্তর আমি এখন দেবো না।

আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ফজলুর রহমান বলেন, আমি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার স্ত্রী যোগাযোগ করার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, তারা তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং আমি শুনেছি আর্মিও এসেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

এসময় ফজলুর রহমানের স্ত্রী অ্যাডভোটেক উম্মে কুলসুম রেখা এবং ব্যারিস্টার অভিক রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।