নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০) ও লোকমান হোসেন (২৪) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)। এদের মধ্যে সাব্বির হোসেন ও লোকমান হোসেন দুইজন সহোদর ভাই।