যশোরের চৌগাছা পৌরসভার নৌকা প্রতীকের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর উদ্দীন আল মামুন হিমেলকে চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে চেকের সমপরিমাণ অর্থ পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি ন্যাশনাল ব্যাংক (পিএলসি) চৌগাছা শাখার পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বি. এম. জাফর আলতাফ। অ্যাডভোকেট জাফর আলতাফ জানান, ব্রিক্স ব্যবসার জন্য হিমেল ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখা থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। এর মধ্যে আংশিক অর্থ পরিশোধ করলেও ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী থাকে। বারবার নোটিশ পাঠানোর পরও বাকি অর্থ ফেরত না দিয়ে তিনি একটি চেক প্রদান করেন, যা পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। ফলে ন্যাশনাল ব্যাংক ২০২০ সালে বাধ্য হয়ে চেক ডিজঅনার মামলা দায়ের করে।
আদালত
চৌগাছা পৌরসভার সাবেক মেয়র হিমেলের এক বছরের কারাদণ্ড
যশোরের চৌগাছা পৌরসভার নৌকা প্রতীকের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর উদ্দীন আল মামুন হিমেলকে চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে চেকের সমপরিমাণ