অবিলম্বে বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট বিচারকদের অপসারণ করার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী (বার) সমিতি। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কতজন বিতর্কিত দলকানা ফ্যাসিস্ট রেজিমের আজ্ঞাবহ বিচারককে অপসারণ করা হয়েছে তা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার জন্য জোর দাবি জানাচ্ছি। দলীয় আনুগত্যের ভিত্তিতে রায় দেওয়া বিচারকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে যথাযথ সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দলীয় বিবেচনায় রিমান্ড প্রদানকারী রাজনৈতিক নেতাদের জামিন না দিয়ে অমানবিক আচরণকারী, বিরোধীদলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে রায় দানকারী বিচারকদের অতি দ্রুত অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের বিচার বিভাগের পবিত্রতা রক্ষা করতে হবে, অবিলম্বে বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট বিচারকদের অপসারণ করতে হবে। এ সময় সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।