আদালত
পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক যুবক জামিনে মুক্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব গতকাল বৃহস্পতিবার শুনানি
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এরপর বিকেল ৩টায় ঢাকার আদালতের হাজতখানা থেকে মুক্ত হন অর্ণব। এসময় ‘তৌহিদী জনতা’র ব্যনারে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান এদিন অর্ণবকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে অর্ণবের পক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামী ঘটনার সাথে জড়িত না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়িত করা হয়েছে। তিনি সম্পূর্ণভাবে নির্দোষ, নিরপরাধ। তার জামিন মঞ্জুরের প্রার্থনা করছি।
আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই আবুল কালাম আজাদ বলেন, বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছে। আসামীপক্ষ জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।
হেনস্তা করার অভিযোগে বুধবার শাহবাগ থানায় এই মামলা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। সেখানে বলা হয়. ওই শিক্ষার্থী বুধবার দুপুরে জাতীয় যাদুঘরের সামনে থেকে পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাচ্ছিলেন। রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ অর্ণব তাকে থামিয়ে ‘পর্দা’ করেনি কেন প্রশ্ন করে। ‘ওড়না ঠিক নাই’ কেন বলাসহ ‘কুরুচিপূর্ণ’ কথা বলে তাকে ‘যৌনপীড়ন’ করে। ওই শিক্ষার্থী প্রক্টরকে ফোন করলে অর্ণব দৌড়ে পালিয়ে যান। পরে অর্ণবের ছবিসহ বিষয়টি ফেসবুকে পোস্ট করেন ওই ছাত্রী। ওই ছবি দেখে অর্ণবকে শনাক্ত করা হয় এবং তাকে প্রক্টর অফিসে ডেকে নেওয়া হয়। পরে ওই ছাত্রী মামলা করেন এবং অর্ণবকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এদিকে অর্ণবের মুক্তির দাবিতে বুধবার মাঝরাতের পর শাহবাগ থানায় জড়ো হন একদল ব্যক্তি, যারা নিজেদের 'তৌহিদী জনতা' দাবি করেন। মুক্তি না দেয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থানের ঘোষণা দেন। তারাই গতকাল বৃহস্পতিবার অর্ণবকে জামিনের পর ফুলের মালা দিয়ে বরণ করে নেন।