উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই শামীম হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। এর আগে আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর কথা জানায় উত্তরা বিভাগের উপ কমিশনার শাহরিয়ার আলী। উপ কমিশনার শাহরিয়ার আলী বলেন, মামলা হয়েছে, আনিস আলমগীরকে আমরা গ্রেফতার দেখিয়েছি। উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এই মামলায় আরও তিন আসামী হলেন-অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপট্টা (ফ্যাশন মডেল) ও ইমতু রাতিশ ইমতিয়াজের (উপস্থাপক)। তাদের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ।