জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন কুমার সাহাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগারের আদালতে তারা জামিন প্রার্থনা করলে শুনানী শেষে বিচারক জামিন না মঞ্জুর করে দু’জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গত ২৭ জানুয়ারি আঞ্জুমান আরা ও খোকন সাহা হাইকোর্টে আগাম জামিন প্রাপ্ত হন। তাদেরকে ৮ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের নির্দেশ মোতাবেক জেলা ও দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করে তারা দু’জন আদালতে হাজিরা দেন।
নড়াইলের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।