রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার ইনামে হামীমকে প্রতারণা ও জাল-জালিয়াতির মামলায় তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে, রোববার রাত ৩টা ৪০ মিনিটের দিকে ইনামে হামীমকে আটক করে বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। পরে খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হামীম অসংলগ্ন কথাবার্তা বলেন। তার কাছে তিনটি জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই পাওয়া যায়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা করে পুলিশ।

গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই শেখ সাইফুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন। আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিকভাবে জানা যায়, তিনি অসৎ উদ্দেশ্যে তার একাধিক জাতীয় পরিচয়পত্র নকল (জাল) তৈরি করে প্রতারণা করার মাধ্যমে ধর্তব্য অপরাধ করার উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তিনি নির্বাচনবিরোধী কোনো কাজে সংযুক্ত হয়েছেন মর্মে সন্দেহ করা হচ্ছে। এছাড়া গ্রেপ্তার ব্যক্তি নিজের ছবি ব্যবহার করে তিনটি জাতীয় পরিচয়পত্র বহন করেন, যা যেকোনো সময় রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করতে পারে মর্মে সন্দেহ হচ্ছে। জিজ্ঞাসাবাদে এ আসামি এই মামলার ঘটনায় সত্যতা স্বীকার করেন। মামলার রহস্য উদঘাটনসহ নানা কারণে তার সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সাত দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে আইনজীবী মো. আসাদুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তারেক রহমানকে দেখতে ইনামে হামীম সেখানে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি। এর বিরোধিতা করে শামছুদ্দোহা সুমন বলেন, তারেক রহমানকে দেখার ইচ্ছে হলে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে যেতে পারত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় গেলেও তারেক রহমানকে দেখতে পেতেন। উনি দুই দিনের একদিনও যাননি। তার অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল ।

উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক ইনামে হামীমের কাছে তিনটি এনআইডি কার্ড থাকার বিষয়ে জানতে চান। ইনামে হামীম বলেন, একটা আসল, বাকি দুইটা করেছি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার জন্য। তারেক রহমানকে দেখার জন্য সেখানে গিয়েছিলাম। পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।