কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তর্কিত জমিতে জোর পূর্বক ঘর নির্মাণে বাঁধা দিলে এক নারীকে পিটিয়ে মারাত্মক জখম করে অভিযুক্তরা।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল আটটায় উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইকরা হাফেজিয়া মাদরাসা সংলগ্ন চর পাগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গৃহবধূ শারমিন (২৬)কে প্রতিপক্ষ বেধড়ক মারধর করে আহত করে।আহত শারমিন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।চর পাগলা গ্রামের তর্কিত জমিতে একই এলাকার আনিস ও তার ভাই বাহার লাঠিয়াল বাহিনী নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ করতে গেলে আদালতের দারস্থ হওয়া ফরিয়াদী শারমিন’ মামলার চুড়ান্ত রায় না আসা পর্যন্ত ঘর নির্মান না করার জন্য বললে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শারমিনের উপর ঝাঁপিয়ে পড়ে মাথা ফাটিয়ে দেয়।দখলবাজ আনিস জুলুমবাজ ভূমিখেকো বলে স্থানীয়দের অভিমত।

ভুক্তভোগী শারমিন জানান,আমাদের এই জমি নিয়ে আদালতে দুটি মামলা চলমান আছে।এবং এই জমিনের উপর আদালতের ১৪৪ ধারার নিষেধাজ্ঞা জারি রয়েছে। অভিযুক্ত আনিসরা নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ করাকালে আমি বাঁধা দিলে আমাকে তারা এলোপাতাড়ি মারধর করে মাথা পাটিয়ে দেয়।