আদালত
সা'দপন্থী আলেম মুফতি মুয়াজ বিন নূরের জামিনে মুক্তি
তাবলীগ জামাতের সা'দপন্থী বিশিষ্ট আলেম মুফতি মুয়াজ বিন নূর উচ্চ আদালত থেকে জামিন লাভের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সা'দ অনুসারীদের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।
তাবলীগ জামাতের সা'দপন্থী বিশিষ্ট আলেম মুফতি মুয়াজ বিন নূর উচ্চ আদালত থেকে জামিন লাভের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সা'দ অনুসারীদের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।
গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সা'দ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন।
মো. সায়েম জানান, সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত মুফতি মুয়াজ বিন নূরকে জামিন দিয়েছেন এবং বুধবার তিনি কারাগার থেকে মুক্ত হন। তিনি আরও জানান, এখনো সা'দপন্থী আরও দুজন কারাগারে রয়েছেন, যাদের মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে সায়েম অভিযোগ করেন, গত সাত বছর ধরে জুবায়েরপন্থীরা ইজতেমার প্রথম ধাপের সুবিধা ভোগ করে আসছেন এবং কাকরাইল মারকাজেও আধিপত্য বজায় রেখেছেন। এখন তারা বৈষম্যবিরোধী বাংলাদেশের পরিবেশেও নতুন কৌশল আঁটছেন বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, টঙ্গীর সংঘর্ষের ঘটনায় জুবায়েরপন্থীরা সা'দপন্থী ২৯ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন, অপরদিকে সা'দপন্থীরা জুবায়েরপন্থী ৪৪ জনকে আসামি করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন, যা পিবিআই তদন্ত করছে। এসব মামলায় এখন পর্যন্ত সা'দপন্থী চারজন গ্রেফতার হলেও জুবায়েরপন্থী কেউ গ্রেফতার হয়নি বলে অভিযোগ রয়েছে।