রংপুর প্রেসক্লাবে প্রশাসকের মাধ্যমে নতুন সদস্যভুক্তি নিয়ে নি¤œ আদালতের আদেশ হাইকোর্টে স্থগিত করা হয়েছে। রংপুর প্রেসক্লাবে সদস্যভুক্তি নিয়ে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আদেশ স্থগিত করেছে উচ্চ আদালত।
গতকাল ২৪ নভেম্বর সোমবার দুপুরে নগরীর সেন্ট্রাল কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে প্রেসক্লাব মামলার আইনজীবী জোবাইদুল ইসলাম বুলেট, মাহে আলম ও মোকছেদ বাহলুল এ তথ্য জানান। নিবন্ধন নিয়ে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রেসক্লাব প্রশাসক নিয়োগ ও তর্কিত প্রশাসকের কার্যক্রমকে বাতিল করতে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। এর মধ্যে রংপুরের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের ইন্ধনে প্রেসক্লাবের তর্কিত প্রশাসক অতি উৎসাহী হয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সদস্য ভুক্তি করেছেন। এনিয়ে একটি মিস কেস করা হলে আদালত প্রশাসকসহ প্রতিপক্ষের কাছে নিষেধাজ্ঞা স্বত্ত্বেও কেন প্রেসক্লাবে সদস্য নেয়া হলো তা জানতে চেয়েছে। অপরদিকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ থাকা স্বত্ত্বেও রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সদস্যভুক্তি নিয়ে নি¤œ আদালতের নিষেধাজ্ঞা বাতিল করে। এ রায়ের বিরুদ্ধে প্রেসক্লাব কমিটি উচ্চ আদালতে আবেদন করলে গত ১৭ নভেম্বর বিচারপতি মাহমুদুল হক রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আদেশ ৬ মাসের জন্য স্থগিতসহ প্রতিপক্ষের বিরুদ্ধে রুল জারি করেন। এ আদেশের মাধ্যমে তর্কিত প্রশাসকের নেয়া ১০৫ জন নতুন সদস্যভুক্তি নিয়ে প্রশাসকের সকল কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত হয়ে গেছে। দ্রুত উচ্চ আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়ে রংপুর প্রেসক্লাবের উপর সমাজ সেবা অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ নিরসন হবে বলে জানান আইনজীবীরা। এ সময় রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনজীবী জোবাইদুল ইসলামবুলেট বলেন, হাইকোর্টের আদেশের ফলে প্রেসক্লাবে প্রশাসকের মাধ্যমে সদস্যভুক্তির কিংবা কমিটি গঠন করারও কোন সুযোগ নেই। সেই সাথে প্রেসক্লাবে তাদের বসানোরও কোন সুযোগ নেই। প্রেস বিজ্ঞপ্তি।