আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি- এর শীর্ষ খেলাপী বিনিয়োগ গ্রাহক মেসার্স সাসকো টেক্স বিডি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানের পরিচালক পাপিয়া রহমান (পরিচালক) গতকাল রাত আনুমানিক পৌনে ১২ টায় রাজধানীর মিরপুর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার হয়েছেন। রোববার আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সাসকো টেক্স (বিডি) লিমিটেডের নিকট ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার মোট খেলাপী পাওনা প্রায় ১৬৪.০০ কোটি টাকা (অবলোপনকৃত)। ব্যাংক কর্তৃক আতিয়ার রহমান দিপু ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ঘ.ও. অপঃ এর অধীনে দায়েরকৃত ১০টি ফৌজদারী মামলার মধ্যে ৮টি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক এক বছর করে ৮ বছর এবং ২টি মামলায় ৩ মাস করে ৬ মাস, সর্বমোট ৮ বছর ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এছাড়া চেকসমূহের মূল্যের সমপরিমান ৮০.০০ কোটি টাকা জরিমানা করা হয়।
দীর্ঘদিন সাজাপ্রাপ্ত পলাতক থাকার পর গতকাল বনানী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এছাড়া উক্ত খেলাপী গ্রাহকের বিরুদ্ধে ব্যাংকের পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে ব্যাংকের দায়ের করা অর্থঋণ মামলা হতে উদ্ভূত অর্থজারী মামলাও চলমান আছে। প্রেসবিজ্ঞপ্তি।