শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার একটি মসজিদের সামনে থেকে শাহিনুল ইসলাম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় শাহিনুল ইসলামের দায়ের করা মামলার প্রেক্ষিতে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের হোতাসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। গত ২৭ মার্চ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- চক্রের মূলহোতা আবু বক্কর সিদ্দিক গাজী (৫৫), তার সহযোগী সালাউদ্দিন গাজী (৩৮), মোস্তাফিজুর রহমান নান্নু (৩৫), শাহাজাহান গাজী (৩৫) ও আতিকুর রহমান সাজু (৩৮)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার গাবুরাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, যেসব মোটরসাইকেলে অতিরিক্ত লক থাকে না এবং দুর্বল লক সেসব মোটরসাইকেলকে টার্গেট করতো চক্রটি। এরপর তাদের কাছে থাকা মাস্টার চাবি দিয়ে ২ থেকে ৫ মিনিটের মধ্যেই মোটরসাইকেল চুরি করে পালিয়ে যেত। পরবর্তীতে ২০ থেকে ৪০ হাজার টাকায় চোরাই এসব মোটরসাইকেল বিক্রি করতো তারা। গত শুক্রবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্যা। তিনি বলেন, গত ২৫ মার্চ উপজেলার মুন্সিগঞ্জের জয়াখালি এলাকার একটি মসজিদের সামনে থেকে শাহিনুল ইসলাম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। শ্যামনগর থানায় চুরির অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত কার্যক্রম।