ঢাকার বিভিন্ন থানার নাশকতার ১১ মামলায় আত্মসমর্পণের পর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ এবং মহানগর হাকিমের একাধিক আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইসহাক। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়।
ইসহাকের আইনজীবী মো. মামুন মিয়া বলেন, ইসহাক সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ৩৬৫টি মামলা করে। এরমধ্যে ১১ মামলায় তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড হয়। আজ তিনি আত্মসমর্পণ করে এসব মামলায় জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।