নালিতাবাড়ি (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়িতে খোরশেদ আলম নামে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদন্ড ও দেশ ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৭ অক্টোবর মঙ্গলবার উপজেলার পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুরের ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম ও নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ডাক্তারি সনদ না থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে খোরশেদ আলম শহরের দক্ষিণ বাজার এলাকায় চেম্বার খোলে প্রতিনিয়ত ডাক্তার সেজে রোগী দেখেন। এছাড়াও তারই ছেলে কর্তৃক পরিচালিত দেশ ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। পরে এসব অপরাধে খোরশেদ আলমকে তিন মাসের জেল ও তার ছেলে সালমান সাদিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিত অব্যহত রাখবে প্রশাসন।”