ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদ- এবং চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহাবুব আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদ-প্রাপ্তরা হলেন রাজবাড়ীর আমজাদ হোসেন, লিয়াকত হোসেন, দৌলতদিয়ার আক্কাস আলী ও ফরিদপুরের আলম শেখ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন ফরিদপুরের শাহীন, মোহাম্মদ সাগর, নুরু খা এবং যশোরের মনির হোসেন। রায় ঘোষণার সময় শুধু আমজাদ হোসেন আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। ২০১১ সালের ২৩ আগস্ট রাতে শহরের বাস মালিক সমিতি কার্যালয়ের সামনে এসআই মিরাজুল ইসলামের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। পরে তার মৃতদেহ ২৪ আগস্ট সকালে ভেটেরিনারি কলেজের পাশে একটি ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। মামলায় ১৫ জনকে আসামী করা হলেও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ৮ জনের সাজা ও বাকিদের খালাস দেয় আদালত। ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর মোক্তার হোসেন জানান, মৃত্যুদ-প্রাপ্ত আমজাদ হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।