রাজশাহীতে গভীর রাতে ধারালো অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডারের (মেজর) বাসাবাড়িতে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিঠুন কুমার (২৩) বাগমারা উপজেলার বড়বিহানালী বড়কয়া এলাকার শীবেন চন্দ্রের ছেলে। রাজশাহীতে প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করতেন তিনি। আরএমপির বোয়ালিয়া মডেল থানার পুলিশ, একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাত পৌনে তিনটার দিকে নগরীর সপুরা এলাকায় দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। বাসাটি বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার (মেজর) মাহফুজুর রহমানের। তিনি চট্টগ্রামে কর্মরত রয়েছেন। ঘটনার সময় তার মা মোছা. মুর্শেদা খাতুন এবং ভাতিজা আমানুল্লাহ আমান বাসায় ছিলেন। তার মা মুর্শেদা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত এবং ভাতিজা আমানুল্লাহ আমান সাংবাদিকতা করেন। এ ঘটনায় শুক্রবার (২১ নভেম্বর) রাতে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।